জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন সবকিছু অন্ধকার মনে হয়। মনে হয় যেন চারপাশের পৃথিবীটা থমকে গেছে, আর আমরা সেই অন্ধকারে একা হয়ে গেছি। এই অনুভূতিটা খুব কঠিন, কিন্তু মনে রাখতে হবে যে, এই অন্ধকার সবসময় থাকে না।
জীবনটা একটা নদীর মতো, এখানে জোয়ার-ভাটা লেগেই থাকে। খারাপ সময় আসলে ভেঙে না পড়ে, বরং সেখান থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। নিজের ভেতরের শক্তিটাকে খুঁজে বের করতে হবে, আর বিশ্বাস রাখতে হবে যে, এই অন্ধকার কেটে গিয়ে আবার আলো আসবেই।
এই সময়টাতে কাছের মানুষদের সাথে কথা বলা খুব জরুরি। তাদের সাহায্য আর ভালোবাসা আমাদের মনে সাহস জোগায়। আর যদি মনে হয় খুব বেশি কষ্ট হচ্ছে, তাহলে বিশেষজ্ঞের সাহায্য নিতে দ্বিধা করা উচিত নয়।
মনে রাখবেন, জীবনে হার-জিত থাকবেই, কিন্তু হাল ছেড়ে দেওয়া যাবে না। অন্ধকার যতই গভীর হোক না কেন, আলোর রেখা ঠিকই দেখা দেবে।
Post a Comment