তোমার চোখে স্বপ্ন আঁকি,
মনটা হারায় আনমনে।
তুমি আমার সকাল বেলার আলো,
তুমি আমার রাতের জোছনা।
তোমার হাসিতে ফুল ফোটে,
পাখিগুলো গান গেয়ে ওঠে।
ভালোবাসি তোমায় খুব,
এই কথাটি বলতে ইচ্ছে করে রোজ।
তুমি আমার কবিতার ছন্দ,
গানের সুরে তুমি মিশে থাকো।
তোমাকে ছাড়া জীবনটা যেন,
একলা পথে হারিয়ে যাওয়া পাখি।
তোমার জন্য এই গান,
শুধু তোমার জন্য ভালোবাসা।
তুমি আমার সবটুকু জুড়ে,
তুমি আমার শেষ ভরসা।
Post a Comment