1 কেন চলে গেলে

কেন চলে গেলে

 

কেন চলে গেলে, কেন দূরে গেলে,

বোঝনা কি আমার এই মন?

তোমাকে ছাড়া আমি একা,

যেন একলা পাখি খাঁচায় বন্দি সারাক্ষণ।

চোখের জল আজ বাঁধ মানে না,

হৃদয়ে জমেছে শুধু ব্যথা।

ভেবেছিলাম তুমি আমার হবে,

কিন্তু সবই আজ মিথ্যে কথা।

জানি না কোথায় শান্তি পাবো,

কিভাবে এই কষ্ট আমি সইবো।

তুমি তো চলে গেলে বহুদূরে,

আমি শুধু একা এখানে রইবো।

এই গান আমার, এই গান শুধু আমার,

হারিয়ে যাওয়া প্রেমের বেদনা।

তুমি তো চলে গেলে, ফিরেও চাইলে না,

আমি শুধু একা, একা এই জীবনে।




Post a Comment

Previous Post Next Post