তোমার চোখে স্বপ্ন দেখি,
হৃদয়ে বাজে প্রেমের বাঁশি।
তুমি আমার জীবনের আলো,
তোমাতেই আমি ভালবাসি।।
তোমার হাসি চাঁদের মতো,
আলো ছড়ায় আমার মনে।
তোমার স্পর্শ ফুলের মতো,
সুগন্ধ ছড়ায় জীবনে।।
তুমি আমার সুখের ঠিকানা,
দুঃখের সাথীও তুমি।
তোমার প্রেমে বেঁচে থাকি,
তোমাতেই আমি অন্তর্যামী।।
Post a Comment