ওহে দয়াল, মেঘলা আকাশ ভাঙবে এবার,
সূর্য উঠবে আলো নিয়া।
কষ্ট যত ছিল মনে, যাইবে দূরে,
নতুন জীবন পাইবে হিয়া।
কান্দন ভরা নিশি শেষে, আলো আসিবে,
ভুলগুলো সব যাইবে দূরে।
নতুন কইরা জীবন গড়ন হইবে,
বিশ্বাস রাখো নিজের উপরে।
মনের দুঃখ যাইবে দূরে, জানিও মনে,
স্বপ্নগুলো হইবে সত্যি ভাই।
এই গান তুমি গাও জোরে, দুঃখ ভুলে,
জীবনরে ভালোবাসিতে নাইকো মানা।
তুমি একা নও, আমি আছি তোমায় নিয়া,
ভয় পাইও না, দুঃখ যাইবে ভেসে।
নতুন দিনের সূর্য উঠিবে আলো হইয়া,
তোমার জীবন ভরাইবে ভালোবেসে।.
Post a Comment